বছরের সবচেয়ে বড় দিন উদযাপন

২১ জুন ছিল বছরের সবচেয়ে বড় দিন। দিনটি উদযাপন উপলক্ষে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত রাশিয়ান বিজ্ঞান ও সাংস্কৃতিক কেন্দ্রে ‘মহাবিশ্ব, পৃথিবী ও মানুষ’ শীর্ষক এক বিজ্ঞান আলোচনা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করেছিল বিজ্ঞান সংগঠন ‘ডিসকাশন প্রজেক্ট’ এবং শিশু বিকাশমূলক কার্যক্রম ‘আনন্দযাত্রা’। এতে রাজধানীর বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2014, 12:12 PM
Updated : 21 June 2014, 12:44 PM

প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞানবক্তা আসিফ। কীভাবে মানুষের পূর্বপুরুষ হাতিয়ারের ব্যবহার শুরু করে, কীভাবে চিন্তার বিকাশ ঘটেছিল, মানুষ কীভাবে এল, গায়ক তিমিরা কেন বিপন্ন হচ্ছে-- এসব বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।

উপস্থিত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের এবং উত্তর নিয়েও আলোচনা করেন উপস্থিত বক্তারা

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দযাত্রার উদ্যোক্তা রুবাইয়া খান পাপড়ি, রুমানা মাহ্জাবীন সুইটি, নাদিরা সুলতানা বৃন্দা এবং ডিসকাশন প্রজেক্টের বিজ্ঞানকর্মী জাহাঙ্গীর সুর। ভবিষ্যতে যৌথ উদ্যোগে শিশুদের জন্য আরও আয়োজনের আশা ব্যাক্ত করেন রুবাইয়া খান পাপড়ি।