চাঁদে মহাকাশযান পাঠিয়েছে চীন

চাঁদে প্রথম রোভার মহাকাশযান পাঠিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করেছে চীন।

নিউজ ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2013, 01:39 PM
Updated : 2 Dec 2013, 01:53 PM

চীনের দক্ষিণাঞ্চলীয় জিচ্যাং স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সোমবার 'লং মার্চ থ্রিবি' রকেটে করে চন্দ্রযান 'দ্য চ্যাং-ই থ্রি' কে চাঁদে পাঠানো হয়েছে।

বিবিসি জানায়, ডিসেম্বরের মাঝামাঝিতে এ নভোযান চাঁদের মাটি স্পর্শ করবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।

'চ্যাং-ই-থ্রি'তে ল্যান্ডার ছাড়াও 'ইউটু' নামে ছয় চাকার একটি রোবোযান পাঠানো হয়েছে। চীনের রাষ্ট্রীয় টিভিতে এই মহাকাশযান পাঠানোর দৃশ্য সরাসরি সম্প্রচার করা হয়।

চীন মহাকাশে প্রথম নভোচারী পাঠানোর এক দশক পর নতুন এ মহাকাশযান পাঠাল।

চাঁদের মাটিতে নেমে যানটির নতুন নতুন তথ্য ও ছবি সংগ্রহের আশা করছেন চীনের বিজ্ঞানীরা।

যানটি নির্বিঘ্নে চাঁদে নামতে সফল হলে এদিক থেকে যুক্তরাষ্ট্র এবং সাবেক সোভিয়েত ইউনিয়নের পর তৃতীয় স্থান দখল করে নেবে চীন।

এর আগে চীনের পাঠানো একটি নভোযান কক্ষপথে পরিভ্রমণ করে এবং কিছু তথ্য সংগ্রহ করার পর চাঁদের মাটিতে আছড়ে পড়ে।

এবারের ইউটু রোবোযানটিকে চাঁদের ভৌগলিক কাঠামো পরীক্ষা করে দেখতে পাঠানো হয়েছে।