মহাকাশ স্টেশনে ডাইনোসর!

মহাকাশে গিয়েও সন্তানের প্রতি ভালোবাসার ব্যতিক্রম হয়নি এক মহাকাশচারী মায়ের। ক্যারেন নাইবার্গ পৃথিবী প্রদক্ষিণরত ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বসে সেখানকার পরিত্যক্ত জিনিসপত্র দিয়ে তার তিন বছর বয়সী সন্তানের জন্য তৈরি করেছেন একটি খেলনা ডাইনোসর।

ফজলে আজিমবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Oct 2013, 11:47 AM
Updated : 5 Oct 2013, 11:47 AM

প্রযুক্তি সংবাদবিষয়ক ওয়েবসাইট ম্যাশএবল এক প্রতিবেদনে জানিয়েছে, খেলনা ডাইনোসর তৈরিতে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে থাকা রাশিয়ান খাবারের কন্টেইনার ও ব্যবহৃত টিশার্টের অংশবিশেষ ব্যবহার করা হয়েছে।

সম্প্রতি ডায়নোসরটির ছবি স্পেস স্টেশন থেকে ছবি শেয়ারিং ওয়েবসাইট পিন্টারেস্টে প্রকাশ করেছেন নাইবার্গ। মহাকাশ থেকে সম্ভবত এটা প্রথম অনলাইনে কোনো সৃজনশীল কাজের পোস্ট বলে জানিয়েছে ম্যাশএবল।

নাইবার্গ জানান, আমি এখানে ব্যবহৃত ফুড কন্টেইনার ও ব্যবহৃত টিশার্টের ফেব্রিক দিয়ে খেলনাটি তৈরি করেছি।