ওয়াই-ফাই গাছপালার জন্য ক্ষতিকর

সাদ আব্দুল ওয়ালীবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2013, 01:02 PM
Updated : 4 June 2013, 01:02 PM

সম্প্রতি কয়েকজন ডেনিশ কিশোরীর করা পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মনে করা হচ্ছে, ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে সহায়ক নয়। সংবাদবিষয়ক সাইট এবিসিনিউজ জানিয়েছে, সম্প্রতি ডেনমার্কের একটি স্কুলের পাঁচ বালিকার একটি দল ওয়াই-ফাই তরঙ্গ উদ্ভিদ বৃদ্ধিতে ক্ষতিকর হওয়ার প্রমাণ পেয়েছে।

এ গবেষণার জন্য পাঁচ বালিকা গাছপালার কাছে ওয়াই-ফাই রাউটার স্থাপন করে। তারা একটি কক্ষে ওয়াই-ফাই রাউটার ছাড়া গাছপালার চারাসহ ছয়টি ট্রে এবং অন্য কক্ষে ওয়াই-ফাই রাউটারসহ গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রে রাখে।

১২ দিন পর গবেষক দলটি লক্ষ করে, ওয়াই-ফাই রাউটার থেকে দূরে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো স্বাভাবিকভাবে বাড়ে। অন্যদিকে ওয়াই-ফাই রাউটারের কাছে গাছপালার চারাসমৃদ্ধ ছয়টি ট্রের চারাগুলো অনেকটা বাদামি রং ধারণ করে।