ঠাকুরগাঁওয়ে স্ত্রী হত্যার দায়ে মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া আদালত তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে।

ঠাকুরগাঁও প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 August 2017, 08:20 AM
Updated : 24 August 2017, 08:21 AM

ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. হায়দার আলী বৃহস্পতিবার ছয় বছর আগের এ মামলার রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত এনামুল হক (৫০) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার নাফানগর গ্রামের তজির উদ্দীনের ছেলে।

রায় ঘোষণার সময় তিনি আদালতের কাঠগড়ায় ছিলেন।

আদালতের পিপি আব্দুল হামিদ জানান, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার জসাইপাড়া গ্রামে শ্বশুর হামিদ বক্সের বাড়িতে থাকতেন এনামুল। ২০১১ সালের ২০ এপ্রিল এনামুল তার স্ত্রী সালমা বেগমকে হত্যা করে কালাইক্ষেতে মাটিচাপা দেন। এর পাঁচ দিন পর পুলিশ লাশ উদ্ধার করে।

এ ঘটনায় সালমার ভাই সফির উদ্দীন এনামুলকে একমাত্র আসামি করে পীরগঞ্জ থানায় হত্যা মামলা করেন। এর কদিন পরেই পুলিশ তাকে গ্রেপ্তার করে। এনামুল তার জবানবন্দিতে হত্যার দায় স্বীকার করেন।

তৎকালীন পীরগঞ্জ থানার এসআই আমজাদ হোসেন তদন্ত শেষে ওই বছরই ৭ অক্টোবর আদালতে অভিযোগপত্র দেন।

পিপি হামিদ বলেন, মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত এনামুলকে মৃত্যুদণ্ড দিয়েছে। তাছাড়া তাকে ১০ হাজার টাকা জরিমানা করেছে আদালত।

“আদালত যে রায় দিয়েছে তাতে আমরা সন্তুষ্ট।”