বঙ্গোপসাগরে অপহৃত ৪ জেলে উদ্ধার

বঙ্গোপসাগর থেকে অপহৃত চার জেলেকে কক্সবাজারের কুতুবদিয়া থেকে উদ্ধার করেছে পুলিশ।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 10:02 AM
Updated : 21 August 2017, 10:03 AM

সোমবার বেলা ১২টার দিকে উপজেলার বাতিঘর এলাকায় অভিযান চালিয়ে তাদের উদ্ধারের সময় দুই অপহরণকারীকে আটক করা হয় বলে জানান কুতুবদিয়া থানার ওসি মো. দিদারুল ফেরদৌস।

উদ্ধার জেলেরা হলেন, চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের মুক্তাধন দাশ, আবু ছালেহ, স্বপন ও লিটন।

আটকরা হলেন, কুতুবদিয়া উপজেলার বাতিঘর এলাকার আলী আকবর ও মোহাম্মদ পারভেজ।

এ সময় উদ্ধার করা হয়েছে লুট হওয়া মাছ ধরার ট্রলারসহ দুইটি দেশীয় তৈরি বন্দুক ও পাঁচটি কিরিচ।

সাগরে মাছ ধরা শেষে ফেরার পথে সোমবার ভোরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড পয়েন্টে ট্রলার ও মাছসহ সাত জেলেকে অপহরণ করা হয়।

ওসি দিদারুল বলেন, বাতিঘর এলাকায় অপহরণকারী চক্রের সদস্যরা অবস্থান করছে এমন খবরে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় অপহরণকারীদের আস্তানা থেকে সাত জেলের মধ্যে চারজনকে উদ্ধার ও জড়িত দুইজনকে আটক করা হয়েছে।

অপহৃত আরও তিন জেলেকে উদ্ধারে অভিযান চলছে বলে জানান তিনি।

উদ্ধার জেলে মুক্তাধন দাশ বলেন, বাঁশখালী উপজেলার বাংলাবাজার গ্রামের মতিলাল বহদ্দারের মাছ ধরার ট্রলার নিয়ে বৃহস্পতিবার তারা সাগরে মাছ ধরতে যায়। ফেরার পথে সোমবার ভোরে বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাস ফিল্ড পয়েন্টে জলদস্যুরা আক্রমণ করে ট্রলার, মাছ ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাদের ধরে নিয়ে যায়।

“পরে ট্রলার মালিকের কাছে মোবাইল ফোনে কল করে জনপ্রতি ৫০ হাজার টাকা করে মুক্তিপণ দাবি করে। এর মধ্যে পুলিশ অভিযান চালিয়ে আমাদের চারজনকে উদ্ধার করে।”