ময়মনসিংহে ২ জনকে খুন করে গরু ডাকাতি

ময়মনসিংহ সদর উপজেলায় দুইজনকে খুন করে এক খামার থেকে ১০টি গরু ডাকাতির খবর পাওয়া গেছে।

ময়মনসিংহ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 August 2017, 07:09 AM
Updated : 21 August 2017, 07:27 AM

কোতোয়ালি মডেল থানার এসআই সাইফুল ইসলাম জানান, রোববার রাতে উপজেলার পোটামারা গ্রামে আকাশী অ্যাগ্রো নামের একটি খামার থেকে ১০টি গরু ডাকাতির অভিযোগ পাওয়া গেছে। সেখান থেকে উদ্ধার করা হয়েছে খামারের এক পাহারাদার ও স্থানীয় একজনের লাশ।

নিহতরা হলেন - ওই গ্রামের ইদ্রিস আলী (২৮) ও হাসু মোড়লের ছেলে মোজাফফর হোসেন (৪৫)।

খামারের পাহারাদার আব্দুল হামিদ বলেন, “আট-দশ ডাকাতের একটি দল পাহারাদার ইদ্রিসকে খুন করে হাত-পা বেঁধে পাশের পুকুরে লাশ ফেলে দেয়। আর আমাকে মারধর করে হাত-পা বেঁধে রাখে।”

এরপর সকালে খামারের কাছের বাগান থেকে স্থানীয় বাসিন্দা মোজাফফরের লাশও উদ্ধার করে এলাকাবাসী।

মোজাফফরের ভাতিজা ২৫ বছর বয়সী তানভীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চাচা ডাকাতদের দেখে ফেলায় বা বাধা দেওয়ায় তারা তাকে খুন করেছে বলে ধারণা করছি।”

খামারের পরিচালক হারুন অর রশিদ বলেন, ইদ্রিস চার মাস আগে সেখানে চাকরি নেন। ডাকাতদের চিনে ফেলায় তাকে হত্যা করা হয়েছে বলে তারা ধারণা করছেন।

তিনি বলেন, “ডাকাতরা খামারের ১০টি গরু নিয়ে গেছে। এর বাজার দর প্রায় আট লাখ টাকা।”

পুলিশ ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন থানার ওসি কামরুল ইসলাম।