বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে: মওদুদ

সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 August 2017, 04:14 PM
Updated : 11 August 2017, 04:14 PM

শুক্রবার নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মানিকপুরে নিজ বাড়িতে বিএনপির সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মওদুদ বলেন, “এই রায়ের মাধ্যমে বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয়েছে। গত নয় বছরে তাদের শাসনের কারণে দেশের ষোল কোটি মানুষের মনের ক্ষোভ, দুঃখ, ব্যথা, বেদনা ও যে নালিশ আছে সেটার কিছুটা বহিঃপ্রকাশ ঘটেছে।”

এ রায়ে সরকার সম্পূর্ণভাবে বিচলিত হয়ে গেছে বলে দাবি করেন তিনি।

বিএনপির এ কেন্দ্রীয় নেতা বলেন, “সরকার নড়বড়ে হয়ে গেছে। তারা সর্বোচ্চ আদালতের রায় মানতে চান না।

“এই রায়ে বলা হয় যে জবাবদিহিতা নাই এই সরকারের। যখন বলা হয় আজকে দুর্নীতি সীমাহীন হয়ে গেছে। এ কথাগুলো রায়ের মধ্যে আসাতে সরকারি দল নানা রকম প্রক্রিয়া জানাচ্ছে।”

ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের ব্যাপারে অভিযোগ থাকলে সরকারকে রিভিউ পিটিশন করার পরার্মশও দেন মওদুদ। 

সরকার বিএনপিকে একটি ঘরোয়া বৈঠকও করতে দেয় না বলে সভায় অভিযোগ করেন তিনি।