হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: ফখরুল

শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বরিশাল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 July 2017, 01:22 PM
Updated : 25 July 2017, 01:22 PM

মঙ্গলবার বরিশালে বিএনপির সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে ফখরুল বলেন, “বিরোধী প্রতিটি রাজনৈতিক সংগঠন বলছে নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার দরকার, কারণ আওয়ামী লীগের উপর মানুষের আস্থা নেই।”

“আওয়ামী লীগের অধীনে নির্বাচন হলে অস্ত্রের মুখে জোর করে বা চুরি করে ফলাফল নিজেদের পক্ষে নিয়ে নিবে।”

“শেখ হাসিনার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়” মন্তব্য করে তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ৫ জানুয়ারির নির্বাচন আর হতে দেওয়া যাবে না। নিরপেক্ষ সরকারের অধীনে সব দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে।

“প্রয়োজনে নিরপেক্ষ নির্বাচনের জন্য শেখ হাসিনাকে বাধ্য করা হবে।”

সদস্য সংগ্রহের মাধ্যমে দলকে সু-সংগঠিত করার এবং আন্দোলনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নেতাকর্মীদের মধ্যে।

প্রশাসনের উপর সরকারের নিয়ন্ত্রণের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, “এখনই বিনা অপরাধে ইউএনও-কে জেলে দেওয়া হচ্ছে। কথা না শুনলে প্রয়োজনে নির্বাচন কমিশনারকে জেলে দিয়ে দিবে এ সরকার।”

বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি সেলিমা রহমান, যুগ্ম মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন প্রমুখ।