ফরিদপুরে ৩ মাছ চাষীকে সম্মাননা

‘মাছ চাষে গড়ব দেশ, বলদে দেব বাংলাদেশ’ শ্লোগান সামনে রেখে ফরিদপুরে জাতীয় মৎস্য সপ্তাহের সামপনী অনুষ্ঠানে জেলার সেরা তিন চাষীকে সম্মাননা ক্রেস্ট দিয়েছে জেলা প্রশাসন ও মৎস্য বিভাগ।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 July 2017, 07:31 AM
Updated : 24 July 2017, 07:32 AM

সম্মাননাপ্রাপ্তরা হলেন - ফরিদপুর সদর উপজেলার কানাইপুর এলাকার মাছ চাষী বাবুল খান, বোয়ালমারীর উপজেলার গোপাল কুমার বিশ্বাস পলাশ ও সদর উপজেলার গেরদা এলাকার পোনা উৎপাদনকারী সৈয়দ ইয়াদগার সুলতান।

সোমবার দুপুরে ফরিদপুর শহরের হারুকান্দি জেলা মৎস্য কার্যালয় মিলনায়তনে মৎস্য সপ্তাহের মূল্যায়ন, সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তাদের এই সম্মাননা স্মারক দেওয়া হয়।

জেলা মৎস্য কর্মকর্তা এমদাদুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরাদুল হক, জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক কার্তিকচন্দ্র সাহা, বেসরকারি উন্নয়ন সংস্থা এফডিএর নির্বাহী পরিচালক মো. আজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে জেলার শ্রেষ্ঠ কয়েকজন চাষী তাদের অনুভূতির কথা শোনান উপস্থিত অতিথিদের।