এইচএসসির ফল: রাজশাহী বোর্ডে ধস ইংরেজিতে

রাজশাহী শিক্ষা বোর্ডে এবার এইচএসসিতে পাসের হার ও জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমার পেছনে খাতা মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের পাশাপাশি ইংরেজিতে বাজে ফলের প্রভাব দেখছেন সংশ্লিষ্টরা।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 July 2017, 12:41 PM
Updated : 23 July 2017, 02:21 PM

এক লাখ ২৩ হাজার ৬১৬ জন পরীক্ষার্থীর এ বোর্ডে এবার পাসের হার ৭১ দশমিক ৩০ শতাংশ। তাদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ২৯৪ জন।

গত বছর বোর্ডে পাসের হার ছিল ৭৫ দশমিক ৪০ শতাংশ; জিপিএ-৫ পেয়েছিল ৬ হাজার ৭৩ জন।

উচ্চ মাধ্যমিকে এবার সব বোর্ড মিলিয়ে ৬৮ দশমিক ৯১ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে মোট ৩৭ হাজার ৯৬৯ জন।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তরুণ কুমার সরকার রোববার এক সংবাদ সম্মেলনে এবারের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি বলেন, এবার রাজশাহী বোর্ডে সবচেয়ে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে ইংরেজি বিষয়ে।

সব বোর্ড মিলিয়ে যেখানে ইংরেজিতে পাসের হার ৭৭ দশমিক ৯৪ শতাংশ, সেখানে রাজশাহী বোর্ডে ইংরেজিতে পাস করেছে ৭৪ দশমিক ৭১ শতাংশ পরীক্ষার্থী। 

পরীক্ষা নিয়ন্ত্রক জানান, গতবার এ বোর্ডে এক বিষয়ে অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৭ হাজার ১১৩ জন। কিন্তু এবারে তা বেড়ে ২৭ হাজার ৪৬১ জন হয়েছে।

একটি বিষয়ে অকৃতকার্যের হার ২০১৬ সালে ১৪ দশমিক ৭৮ ভাগ ছিল; এবার তা বেড়ে ২২ দশমিক ৫৪ শতাংশ হয়েছে।

রাজশাহী বের্ডে পাসের হারে এবারও ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে আছে। ছেলেদের পাসের হার যেখানে ৬৭ দশমিক ৪৬ শতাংশ, সেখানে ৭৬ দশমিক ১ শতাংশ মেয়ে পাস করেছে।

তবে জিপিএ-৫ পাওয়ার দিক দিয়ে মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে আছে। পূর্ণ জিপিএ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৯৩৯ জন ছেলে এবং ২ হাজার ৩৫৫ জন মেয়ে।