ফরিদপুরের সেই ‘আ.লীগ কার্যালয়’ উচ্ছেদ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় সরকারি জমিতে আওয়ামী লীগের ব্যানারে নির্মিত সেই স্থাপনাটি উচ্ছেদ করেছে প্রশাসন।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 July 2017, 08:20 AM
Updated : 15 July 2017, 08:20 AM

মিডিয়ায় খবর আসার পর সপ্তাহ খানেকের মধ্যে স্থাপনাটি উচ্ছেদ করা হলো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওশন আরা পলি জানান, শুক্রবার বিকালে পরমেশ্বরদী ইউনিয়নের ময়েনদিয়া বাজার থেকে ‘আওয়ামী লীগ কার্যালয়’ নামে সাইনবোর্ড লাগানো একটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

ইউএনও পলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বেশ কয়েকবার নোটিশ করার পরও এই অবৈধ স্থাপনাটি সরানো হয়নি।

“এ কারণে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে অবৈধভাবে নির্মাণ করা স্থাপনাটি উচ্ছেদ করা হয়।”

স্থাপনাটির বাঁশ, টিন ও সিমেন্টের খুটিসহ সব উপকরণ নসিমনে করে উপজেলা কার্যালয়ে নিয়ে যাওয়া হয় বলে তিনি জানান।

এ বিষয়ে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নূরুল আলম মিনা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্থানীয় একটি মহল নিজেদের আওয়ামী লীগ পরিচয় দিয়ে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় নামে একটি ঘর তুলেছিল।”

ইউনিয়ন পরিষদ সদস্য সৈয়দ বিশ্বাস স্থাপনাটি নির্মাণের সঙ্গে জড়িত। উচ্ছেদকালে তাকে বা তার কোনো সমর্থককে ঘটনাস্থলে দেখা যায়নি।