স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় স্বামীকে পিটিয়ে হত্যা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদ করায় তার স্বামীকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে; এ ঘটনায় ওই যুবক ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।    

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 July 2017, 12:09 PM
Updated : 4 July 2017, 12:09 PM

শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব জানান,কানসাট শিবনারায়নপুর গ্রামে মঙ্গলবার বেলা ১১টার দিকে এ ঘটনায় তরিকুল ইসলাম (৩৫) নিহত হন।

তরিকুল ওই এলাকার ভাদু মণ্ডলের ছেলে।

আটককৃতরা হলেন- একই এলাকার মনিরুল (৩২) ও তার স্ত্রী রোজিনা বেগমকে (২৩) কানসাট এলাকার একটি আমের আড়ত থেকে আটকরা হয় হয় বলে পুলিশ জানায়।

ওসি হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মনিরুল প্রায়ই তরিকুলের স্ত্রী নার্গিস বেগমের মোবাইলে ফোনে করে তাকে উত্ত্যক্ত করতেন। এ ঘটনার প্রতিবাদ করায় মঙ্গলবার দুপুরে তরিকুলের সঙ্গে মনিরুলের কথা কাটাকাটি শুরু হয়।

“একপর্যায়ে মনিরুল একটি কাঠের টুকরো দিয়ে তরিকুলের মাথায় আঘাত করলে গুরুতর আহত হন তিনি। তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।”

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।