পবায় ৬ চেয়ারম্যানের বিরুদ্ধে চাল লোপাটের অভিযোগ

রাজশাহীর পবা উপজেলায় সংসদ সদস্যের চিঠি জাল করে ‘বিএনপি-জামায়াতপন্থী’ ছয় চেয়ারম্যান ১৭৮ মেট্রিকটন চাল বরাদ্দ নিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 July 2017, 07:12 AM
Updated : 3 July 2017, 07:35 AM

পবা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাসির জানান, ঈদের আগে প্রায় একশ মেট্রিকটন চাল তোলা হয়; ঈদের পরে তোলা হয় আরও ২০ মেট্রিকটন; আর শনিবার বাকি চাল তোলার আগে বিষয়টি ধরা পড়ে।

রাজশাহী-৩ (পবা) আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার চিঠি জাল করে বিএনপি-জামায়াত নিয়ন্ত্রিত ৫০টি মসজিদ-মাদ্রাসার নামে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় থেকে ১৭৮ মেট্রিকটন চাল বরাদ্দ দেখানো হয়েছে।

“এই জালিয়াতির সঙ্গে বিএনপি-জামায়াতপন্থী পাঁচ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জামায়াতনেত্রী বেগম খায়রুন্নেসাসহ জেলা ও উপজেলা পর্যায়ের ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তারা জড়িত।”

বিষয়টি তিনি জেলা প্রশাসকসহ ত্রাণ ও পুনর্বাসনমন্ত্রীকে জানিয়েছেন বলে জানান।

ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানরা হলেন - হড়গ্রাম ইউনিয়নের আবুল কালাম আজাদ, দামকুড়া ইউনিয়নের আব্দুস সালাম, বড়গাছি ইউনিয়নের সোহেল রানা, হুজুরিপাড়া ইউনিয়নের আকতার ফারুক ও পারিলা ইউনিয়নের সাইফুল বারী ভুলু।

অভিযোগ বিষয়ে হুজুরিপাড়া ইউনিয়নের চেয়ারম্যান আখতার ফারুক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি নতুন চেয়ারম্যান।

“বড় ভাইয়েরা যেভাবে বলেছেন আমি সেভাবে তালিকা করে দিয়েছি। এর বেশি কিছু জানা নেই।”