সুদীপ্তর লাশ মিলল সোনাদিয়া চ্যানেলে

ঈদের ছুটিতে বেড়াতে গিয়ে কক্সবাজারের বঙ্গোপসাগরে নিখোঁজ সুদীপ্তর লাশ উদ্ধার করেছে ডুবুরিদল।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 June 2017, 07:06 AM
Updated : 30 June 2017, 12:44 PM
কক্সবাজার টুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার ফজলে রাব্বী জানান, শুক্রবার বেলা ১১টার দিকে মহেশখালির সোনাদিয়া চ্যানেল থেকে নৌবাহিনীর ডুবুরিদল লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার সকাল ৯টার দিকে সী-গাল পয়েন্টে নেমে সুদীপ্ত দে নামের ১৭ বছর বয়সী ওই তরুণ নিখোঁজ হয়।

লাশ উদ্ধারের পর তার মামা সুমন পাল শনাক্ত করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে নৌ বাহিনীর সদস্যরা লাশ উদ্ধার করেন।

পরে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঢাকার সূত্রাপুর এলাকার খোকন দের ছেলে সুদীপ্ত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসি পাস করেছে। ঈদের ছুটিতে বন্ধুদের সঙ্গে কক্সবাজারে আসে বলে জেলার এএসপি রায়হান জানান।

তিনি বলেন, “মঙ্গলবার সকালে সী-গাল পয়েন্টে বন্ধুদের সঙ্গে সাগরে গোসল করতে নামে সুদীপ্ত। একপর্যায়ে ভাটার টানে পানিতে ভেসে যায়। বন্ধুরা ঘটনাটি জানালে ট্যুরিস্ট পুলিশ ও লাইফ গার্ড কর্মীরা সমুদ্রের বিভিন্ন পয়েন্টে উদ্ধার অভিযান শুরু করে।”

টুরিস্ট পুলিশের অতিরিক্ত সুপার ফজলে রাব্বী জানান, শুক্রবার দুপুর আড়াইটার দিকে লাশটি বাঁকখালী নদীর ৬ নম্বর জেটিঘাটে নিয়ে আসে নৌ বাহিনীর ডুবুরি দল। পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

সদর থানার এসআই মাহমুদুল হক বলেন, উদ্ধারকারী দলের কাছ থেকে লাশটি নেওয়ার পর কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। সেখানে সুরতহাল রিপোর্ট ও আইনি প্রক্রিয়ার পর স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।