কুষ্টিয়ায় পদ্মা নদীতে স্কুলছাত্র নিখোঁজ

কুষ্টিয়ায় পদ্মা নদীর তীরে বেড়াতে গিয়ে পানিতে পড়ে এক স্কুলছাত্র নিখোঁজ হয়েছেন।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 June 2017, 02:35 PM
Updated : 28 June 2017, 02:35 PM

বুধবার দুপুরে দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ নয়ন (১৩) পাবনার ঈশ্বরদী উপজেলার বিমানবন্দর এলাকার সাজেদুল ইসলামের ছেলে এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। নয়ন একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নানা বাড়িতে এসেছিলেন।

এ নিয়ে দুদিনে পদ্মা নদীতে পাঁচ জন নিখোঁজ হলেন, যাদের মধ্যে একজনের লাশ উদ্ধার করা হয়েছে।

দৌলতপুর থানার ওসি শাহ দারা খান বলেন, নয়ন নানা বাড়িতে বেড়াতে এসে বেলা ২টার দিকে ইসলামপুর হাই স্কুলের পাশ দিয়ে বয়ে যাওয়া পদ্মা নদীর পাড় ধরে পরিবারের অন্যদের সঙ্গে হাঁটছিলেন।

“ওই সময় হঠাৎ পা পিছলে পানিতে পড়ে তলিয়ে যান।”

সংবাদ দেওয়া হলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধার তৎপরতায় যোগ দেন। ডুবুরিকেও সংবাদ পাঠানো হয়েছে বলে জানান তিনি।

মঙ্গলবার বিকালে ঢাকার দোহারে মৈনট ঘাটে তিন ছাত্র নিখোঁজ হন। বুধবার সকালে তাদের একজনের লাশ উদ্ধার করা হয়।

একইদিন বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পুরাতন ফেরিঘাট এলাকায় ঢাকার এক স্কুলছাত্র নিখোঁজ হন।