চাঁদপুরে অপরহণ মামলায় একজনের যাবজ্জীবন

চাঁদপুরে আট বছর আগে অপহরণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 June 2017, 08:29 AM
Updated : 22 June 2017, 08:29 AM

চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সেলিম মিয়া বৃহস্পতিবার দুপুরে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত কামরুল ইসলাম প্রধানিয়া (২৫) চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রামরা গ্রামের বিল্লাল হোসেন প্রধানিয়ার ছেলে। তিনি আদালতে উপস্থিত ছিলেন।

যাবজ্জীবনের পাশাপশি তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ডও করা হয়েছে।

মামলার বিবরণে বলা হয়, হাজীগঞ্জ উপজেলার স্থানীয় কাপাইকাপ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার এক ছাত্রীকে (১৫) ২০০৯ সালের ১৯ জুলাই সকালে অপহরণ করেন কামরুল।

এ ঘটনায় মেয়টির বাবা ২৭ অগাস্ট কামরুলের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় অপহরণ মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন ভুঁইয়া জানান, তদন্ত শেষে হাজীগঞ্জ থানার এসআই আব্দুল মান্নান ওই বছরের ২৮ অক্টোবর কামরুলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করলে এ মামলার বিচার কাজ শুরু করে আদালত।