রুমায় ট্রাক খাদে পড়ে নিহত ২

বান্দরবানে রুমা উপজেলায় পাহাড়ি রাস্তা থেকে ট্রাক খাদে পড়ে চালকসহ দুইজন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ছয়জন।

বান্দরবান প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 June 2017, 09:46 AM
Updated : 11 June 2017, 09:46 AM

রোববার দুপুরে উপজেলার টেবিল পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে রুমা থানার ওসি শরিফুল ইসলাম জানান।

নিহতরা হলেন ট্রাক চালক সম্ভু (৪০) ও চেরাগ্র পাড়ার বাসিন্দা গ্রাম পুলিশ সদস্য পু হ্লা অং মারমা (৫৫)।

আহতদের মধ্যে গুরুতর একজনকে রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কর্মরত চিকিৎসক বামংপ্রু মারমা।

প্রত্যক্ষদর্শী চনুমং বলেন, দুপুরে ট্রাকটি রুমা থেকে সাতজন যাত্রী নিয়ে আর্থা পাড়া যাচ্ছিল। পথে পথে হ্যাপি হিল ও বাচালং পাড়ার মধ্যবর্তী টেবিল পাহাড়ের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি খাদে পড়ে যায়।

এতে চালক সম্ভু ও পু হ্লা অং মারমা ঘটনাস্থলেই মারা যায় বলে জানান তিনি।

ওসি শরিফুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দুটি উদ্ধার করেছে।তবে ট্রাকটি আর্থা পাড়া কেন যাচ্ছিল তা জানা সম্ভব হয়নি।