মনপুরায় হরিণের মাংসসহ আটক ২

ভোলার মনপুরায় তিন কেজি হরিণের মাংসসহ দুইজনকে আটক করেছে ।

ভোলা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 June 2017, 02:06 PM
Updated : 4 June 2017, 02:06 PM

এরা হলেন, রাসেল (২৫), মো. জাফর (২৯)। তাদরে বাড়ি মনপুরা ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ডে।

মনপুরা থানার ওসি মো. শাহীন খান জানান, শনিবার গভীর রাতে মনপুরা ইউনিয়নের কাউয়ারটেক চৌমুহনী বাজারে থেকে হরিণের মাংসসহ ওই দুইজনকে আটক করা হয়।

গোপন সংবাদে চালানো এ অভিযানের সময় আরও তিন পালিয়ে যায় বলে জানান তিনি।

আটক রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শনিবার বিকালে পাঁচজনের একটি গ্রুপ হরিণ শিকারের জন্য উপজেলার বদনার চরে যায়।

“জাল বসিয়ে একটি হরিণ শিকারের পর রাতে চৌমহনী বাজার পূর্বপাশ্বে হরিণটি জবাই করা হয়। মাংস ভাগ ভাটোয়ারা করে বাড়ি নিয়ে যাওয়ার পুলিশের হাতে ধরা পড়ি।”

উদ্ধার করা মাংসগুলো মনপুরা থানায় রয়েছে। রোববার বিকালে এ নিয়ে মামলা করা হয়েছে বলে জানান ওসি শাহীন।