বেনাপোলে স্বর্ণের বারসহ যুবক আটক

যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় ১ কেজি ২৭৬ গ্রাম ওজনের স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে বিজিবি।

বেনাপোল প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 May 2017, 10:03 AM
Updated : 30 May 2017, 10:12 AM

যশোর ৪৯বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্প কমান্ডার সুবেদার আব্দুল ওহাব জানান, বেনাপোল রেলস্টেশন এলাকা থেকে মঙ্গলবার দুপুরে মনির হোসেনকে (২৫) আটক করা হয়। ওই সময় তার কাছ থেকে ১০টি স্বর্ণের বার পাওয়া যায়।

মনির বেনাপোলের পুটখালি গ্রামের আব্দুস সোবহানের ছেলে।

বিজিবি কর্মকর্তা আব্দুল ওহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতে পাচারের জন্য সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোল রেলস্টেশনে পাচারকারিরা অবস্থান করছেন এমন গোপন খবর পেয়ে বিজিবির টহলদল অভিযান চালায়।

“সেখান থেকে মনিরকে আটক করে তার শরীরে চালানো হলে ১০টি সোনার বার পাওয়া যায়; যার ওজন এক কেজি ২৭৬ গ্রাম।”

তিনি বলেন, আটককৃত স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ৪৮ লাখ টাকা। আটক মনিরকে থানায় হস্তান্তর ও আটক সোনা বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হয়েছে।

এ ঘটনায় একটি মামলা করা হয়েছে বলে পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান জানান ।