নরসিংদী অভিযান: আটক দুই তরুণসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আটক দুই তরুণসহ সাতজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

নরসিংদী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 May 2017, 01:58 PM
Updated : 22 May 2017, 01:58 PM

সোমবার দুপুরে র‌্যাব-১১ এর ডিএডি আব্দুর রহমান বাদী হয়ে নরসিংদী সদর মডেল থানায় মামলাটি করেন।

মামলায় নরসিংদী সদর উপজেলার চরদীঘলদী গ্রামের আবদুর রহমানের সালাউদ্দিন ও নরসিংদী সরকারী কলেজের মাস্টার্সের ছাত্র আবু জাফরকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বাকি আসামিদের পলাতক দেখানো হয়েছে বলেও জানালেও তাদের নাম পরিচয় জানাননি নরসিংদী সদর মডেল থানার ওসি গোলাম মোস্তফা।

সন্ত্রাস বিরোধী আইনের এ মামলায় আসামিদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে জিহাদী বই বিতরণসহ জঙ্গিবাদ সংশ্লিষ্ট কাজে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।

নরসিংদীর সদরের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশে এক প্রবাসীর মালিকানাধীন একতলা ওই বাড়ি শনিবার সন্ধ্যা থেকে ঘেরাও করে রাখার পর রোববার সকালে স্বজনদের নিয়ে ভেতরে গিয়ে সালাউদ্দিন ও জাফরসহ পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনে র‌্যাব সদস্যরা।

পরে যাচাই বাছাই শেষে রোববারই তাদের মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়।