নরসিংদী অভিযান: পাঁচ তরুণের ৩ জন ছাড়া পেলেন

নরসিংদী সদরে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়ি থেকে আত্মসর্পণ করা পাঁচ তরুণের তিনজনকে ছেড়ে দিয়েছে র‌্যাব।

নারায়ণগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 May 2017, 03:55 PM
Updated : 21 May 2017, 04:24 PM

রোববার তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে জানান র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি আলেপ উদ্দিন।

নরসিংদীর গাবতলীর চিনিসপুর ইউনিয়নের উত্তর গাবতলী গোরস্থানের উত্তর পাশে এক প্রবাসীর মালিকানাধীন একতলা ওই বাড়ি শনিবার সন্ধ্যা থেকে ঘেরাও করে রাখার পর রোববার সকালে আত্মসমর্পণের আলোচনার জন্য স্বজনদের নিয়ে ভেতরে যায় র‌্যাব।

এরপর সকাল সোয়া ১০টা থেকে পৌনে ১১টার মধ্যে একে একে পাঁচজনকে ওই বাড়ি থেকে বের করে আনে র‌্যাব সদস্যরা।পরে তাদের গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয় র‌্যাব-১১ কার্যালয়ে।

এরা হলেন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার আগুয়ানদী গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে আবু জাফর, নরসিংদী সদর উপজেলার চরদিঘলদী গ্রামের আবদুর রহমানের ছেলে সালাহউদ্দিন, নরসিংদী সদরের চরভাসানিয়া পাঁচ আনি পাড়ার নুরুল ইসলামের ছেলে বাসিকুল ইসলাম, গাজীপুরের বোর্ড বাজার এলাকার আব্দুল মজিদের ছেলে মাসুদুর রহমান ও কিশোরগঞ্জের ভৈরব এলাকার মশিউর।

আলেপ উদ্দিন বলেন, আত্মসমর্পণকারী বাসিকুল, মাসুদুর ও মশিউরের বিরুদ্ধে কোনো অভিযোগ পাওয়া যায়নি।তাই তাদের পরিবারের কাছে দিয়ে দেওয়া হয়েছে।

আর আবু জাফর ও সালাহউদ্দিনের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।