সাংবাদিককে পেটানোর অভিযোগ ছাত্রলীগ নেতার বিরুদ্ধে

ফরিদপুরের আলফাডাঙ্গায় সাংবাদিককে মারধরের পর টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

ফরিদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 May 2017, 03:18 PM
Updated : 17 May 2017, 03:18 PM

বুধবার উপজেলা সদরের কলেজ রোড এলাকায় ঐশী স্টুডিওর সামনে এ ঘটনা ঘটে বলে সাংবাদিক মুজাহিদুল ইসলাম অভিযোগ করেন।

মুজাহিদুল অনলাইন নিউজ পোর্টাল ‘ঢাকা টাইমস ২৪.কম’ ও ‘এই সময়’ পত্রিকার আলফাডাঙ্গা প্রতিনিধি। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তন্ময়-উদ-দৌলা (২২) তাকে মারধর করেছেন বলে মুজাহিদুলের অভিযোগ।

মুজাহিদুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুপুরে ঐশী স্টুডিওতে আমি বসা ছিল। এ সময় ছাত্রলীগ নেতা তন্ময় মোটরসাইকেলে এসে আমাকে কিল-ঘুষি মারতে শুরু করেন।

“এক পর্যায়ে একটি রড দিয়ে পিটিয়ে আহত করে এবং নগদ ১৩ হাজার টাকা ও আমার পরিচয়পত্র ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।”

মুজাহিদুলের ঘাড়ে ও কোমরে আঘাতের চিহ্ন রয়েছে বলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমন রায় জানিয়েছেন।

এ নিয়ে ছাত্রলীগ নেতা তন্ময় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মুজাহিদুলের সাথে আমার হাতাহাতি হয়েছে। আমি রড উঠিয়েছিলাম, কিন্তু সেটি দিয়ে কোনো আঘাত করিনি।”

আলফাডাঙ্গা থানার ওসি মো. নাজমুল করিম বলেন, মুজাহিদুল ইসলাম ও তন্ময়-উদ-দৌলার ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।