সিলেটে টিলা কেটেছে সরকারি প্রতিষ্ঠান

সিলেট সরকারি দুগ্ধ খামার কর্তৃপক্ষ টিলা কেটে স্থাপনা নির্মাণ করছে; পরিবেশ অধিদপ্তর বলছে, তারা টিলা কাটা বন্ধ করে দিয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 May 2017, 07:35 AM
Updated : 16 May 2017, 09:29 AM

পরিবেশ অধিদপ্তর সিলেটের পরিচালক মো. ছালাহ উদ্দীন চৌধুরী জানান, টিলাগড় এলাকায় মাদুরটিলার সরকারি এই খামারটির আওতায় যেসব জমি রয়েছে তার মধ্যে টিলা-অংশের নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়েছে।

ছালাহ উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “খামার কর্তৃপক্ষ তাদের জায়গায় স্থাপনা নির্মাণ করছে। কিছু টিলাও তারা কেটেছে।

“সোমবার খবর পাওয়ার পরই তাৎক্ষণিকভাবে অধিদপ্তরের একদল পরিদর্শক পাঠিয়ে টিলা কাটা বন্ধ করে দেওয়া হয়।”

এ বিষয়ে দুগ্ধ খামারের সহকারী পরিচালক মো. কামারুজ্জামান বলেন, “গাভির প্রজননের জন্য জরুরি ভিত্তিতে ঘর তৈরি করা হচ্ছে। পাকা স্থাপনা হলেও এগুলোকে অস্থায়ী বলা যায়। এতে টিলার ক্ষতি হচ্ছে না।”

“খামার এলাকার এসব টিলা একসময় দুগ্ধ খামারের গোচারণভূমি হিসেবে ব্যবহৃত হত। প্রজনন ঘর তৈরির মতো আরও অনেক জায়গা খালি আছে এ এলাকায়। এসব বাদ দিয়ে টিলা কেটে যেভাবে গর্ত করা হয়েছে তাতে বৃষ্টি এলেই টিলাধসের আশঙ্কা রয়েছে,” বললেন বাংলাদেশ পরিবেশ বাঁচাও আন্দোলন সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কীম।

খামার কর্তৃপক্ষ কাটা টিলাগুলো বন্ধ করে ফেলবে বলে জানিয়েছেন পরিবেশ কর্মকর্তা ছালাহ উদ্দীন।