পাবনায় জমি নিয়ে হামলায় গুলিবিদ্ধসহ আহত ১৫

পাবনা সদর উপজেলায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় অন্তত ১৫ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 May 2017, 11:54 AM
Updated : 13 May 2017, 11:54 AM

শনিবার দুপুরে উপজেলার দ্বীপচর গ্রামে এ ঘটনায় আহতদের পাবনা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সদর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্বীপচর গ্রামের রানার সঙ্গে একই গ্রামের হাবিবুর রহমানের জমি নিয়ে একটি মামলার কারণে বিরোধ চলছে।

“এর জেরে দুপুরে রানা নেতৃত্বে তার লোকজন প্রতিপক্ষের উপর হামলা চালায়। এ সময় তারা শটগানের গুলি ছুড়লে ১২ জন গুলিবিদ্ধসহ ১৫ জন আহত হয়।”

গুলিবিদ্ধ মেহেদী হাসান বলেন, “আমরা দ্বীপচর লাউদারা মহল্লার একটি চায়ের দোকানে বসে টিভি দেখছিলাম। এ সময় রানা ও তার লোকজন অতর্কিত হামলা চালিয়ে গুলি ছুড়তে শুরু করে।”

হাবিবুর রহমান বলেন, “জমি নিয়ে আদালতে মামলা চলছিল। দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন প্রকার হুমকি দিয়ে আসছিল। এরই জেরে হঠাৎ প্রতিপক্ষ এই হামলা করে।”

হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মুশফিকুর রহমান বলেন, গুলিবিদ্ধসহ ১৫ জন হাসপাতালে ভর্তি।শটগানের গুলি হওয়ায় তারা আশঙ্কামুক্ত।