সুষ্ঠু ভোটে নির্বাচনকালীন সরকারই মুখ্য: মওদুদ

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন নয়, ওই সময়ের সরকার কী ধরনের হবে সেটিই মুখ্য বিষয় বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ।

নোয়াখালী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 May 2017, 05:17 PM
Updated : 5 May 2017, 05:17 PM

শুক্রবার সন্ধ্যায় নোয়াখালীতে জেলা বিএনপির যৌথ প্রতিনিধি সভায় মওদুদ একথা বলেন।

তিনি বলেন, “সেজন্যে একদিকে আন্দোলন চলবে অন্যদিকে নির্বাচনের প্রস্তুতি চলবে।

খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলনের ফলে বাংলাদেশের মাটিতে একদলীয় নির্বাচন আর হবে না বলে হুঁশিয়ার করে বলেন, এই নির্বাচন হবে সুষ্ঠু, অবাধ ও সকলের অংশগ্রহণের মধ্য দিয়ে।

“এই নির্বাচনে দেশের মানুষ সরকারের দুর্নীতি দুঃশাসনের জবাব দেবে,” বলে মওদুদ।

জেলা বিএনপির সভাপতি এজেডএম গোলাম হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুর রহমানের সঞ্চালনায় প্রতিনিধি সভায় আরও উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, সহ-সভাপতি মো. শাহজাহান, চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিক মাহবুব উদ্দিন খোকন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, শামীমা বরকত প্রমুখ।