পদ্মায় ডুবে ছাত্রের মৃত্যু

রাজশাহীর পবা উপজেলায় পদ্মা নদীতে ডুবে সদ্য এসএসসি পরীক্ষা দেওয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 April 2017, 02:16 PM
Updated : 27 April 2017, 02:16 PM

বৃহস্পতিবার হরিপুর ইউনিয়নের নবগঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আবদুর রাকিব (১৬) গাজীপুরের শ্রীপুর উপজেলার বেরাইচালা গ্রামের আবদুল হান্নানের ছেলে।

রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি লিডার নুরুননবী সাংবাদিকদের জানান, হরিপুরের পশ্চিম বালিয়া এলাকায় কয়েকদিন আগে তাবলীগ জামায়াতের চিল্লায় গিয়েছিলেন রাকিবসহ কয়েকজন স্কুলছাত্র। তারা সবাই এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন।

“বেলা ১১টার দিকে তারা কয়েকজন নদীতে গোসল করতে নামেন। এক পর্যায়ে আবদুর রাকিব পানিতে ডুকে যান। অনেক খোঁজাখুঁজি করেও প্রথমে তাকে পাওয়া যায়নি।

“পরে ফায়ার সার্ভিসের ডুবুরি গিয়ে রাকিবের লাশ উদ্ধার করে। রাকিব সাঁতার জানতেন না বলে ধারণা করা হচ্ছে।”

নগরীর রাজপাড়া থানার ওসি আমান উল্লাহ বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে রাকিবের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। পরিবারের সদস্যদেরও খবর দেওয়া হয়েছে। তারা আসার পর লাশ হস্তান্তর করা হবে।