সিলেটের স্কুলে ‘বোমা সদৃশ’ বস্তু

সিলেট শহরের শাহী ঈদগাহ এলাকার একটি স্কুলে টেপ মোড়ানো ‘বোমা সদৃশ’ বস্তু পাওয়ার পর আতঙ্ক তৈরি হয়েছে।

সিলেট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 April 2017, 06:55 AM
Updated : 25 April 2017, 07:02 AM
সিলেট বিমান বন্দর থানার ওসি মোশাররফ হোসেন জানান, স্কলারস হোম স্কুল অ্যান্ড কলেজে সিঁড়ির নিচে মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে বস্তুটি দেখতে পায় স্কুলের লোকজন।

পুলিশ ওই বস্তুটি দেখে এসেছে জানিয়ে ওসি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঘটনার পর র‌্যাব ও বোমা নিষ্ক্রিয়কারী দলকে খবর দেওয়া হয়েছে। তারা এটা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে।

এদিকে অভিভাবকদের বিক্ষোভের মুখে স্কুল ছুটি দেওয়া হয়েছে।

অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জুবায়ের সিদ্দিকী বলেন, আগেই গেইট বন্ধ করে দেওয়া হয়েছিল। অভিভাবকরা এসে ভিক্ষোভ করে শিক্ষার্থীদের আগে বের করে দেওয়া দাবি জানান।

“পরে ১২টা ৪০ মিনিটে কলেজ ছুটি ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনা হচ্ছে।”