পেটে ছুরিকাঘাত করে কয়েদির ‘আত্মহত্যার’ চেষ্টা

রাজশাহী কেন্দ্রীয় কারাগারে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদি পেটে ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ।

রাজশাহী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 10:14 AM
Updated : 24 April 2017, 10:14 AM

জেলার হাবিবুর রহমান জানান, রোববার গভীর রাতে এ ঘটনায় আহত ওই কয়েদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আক্তার হোসেনের (৪২) বাড়ি মোহনপুর উপজেলার তোনিয়াপাড়া গ্রামে।

একটি হত্যা মামলায় আক্তারের ফাঁসির রায় হয়। পরে উচ্চ আদালত তার সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছে বলে জানান হাবিবুর।

তিনি বলেন, “কারাগারের ৫ নম্বর ওয়ার্ডে থাকতেন আক্তার। রোববার রাত ১২টার দিকে নিজ পেটে ফল কাটা ছুরি দিয়ে আঘাত করেন।

“এসময় অন্য কয়েদিরা টের পেয়ে কারারক্ষীদের খবর দেয়। রাতেই তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।”

আক্তার এখন আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন জেলার হাবিবুর।