কক্সবাজারে জনতার হাতে ‘গরুচোর’ নিহত

কক্সবাজার সদরে পুলিশের তাড়া খেয়ে পালানোর সময় জনতার হাতে এক ‘গরুচোরের’ মৃত্যু হয়েছে।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 April 2017, 09:30 AM
Updated : 24 April 2017, 09:30 AM

সদর থানার ওসি মো. আসলাম হোসেন জানান, সোমবার ভোরে খুটাখালী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ ফরহাদ (৩০) জেলার চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা এলাকার আবুল হোসেনের ছেলে।

ওসি আসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সংঘবদ্ধ একদল গরুচোর সোমবার ভোরে কমপক্ষে সাতটা গরু চুরি করে চকরিয়ার দিকে পালাচ্ছিল। তারা ট্রাকে করে গরু নিয়ে যাওয়ার সময় রামু উপজেলার জোয়ারিয়ারনালা এলাকায় পুলিশের টহল দলের সামনে পড়ে।

“পুলিশের ধাওয়া খেয়ে পালানোর সময় স্থানীয়রা বাধা দেয়। পুলিশ চোরদের ধরার চেষ্টা করলেও স্থানীয়দের মারধরে একজন ঘটনাস্থলেই মারা যান।”

অন্যরা পালিয়ে গেছে জানিয়ে ওসি হোসেন বলেন, “চোররা সাতটি গরু নিয়ে পালাচ্ছিল। গরুসহ একটি বন্দুক ও দুটি গুলি জব্দ করা হয়েছে।”