যশোরে হোটেল থেকে নারী শ্রমিকের লাশ উদ্ধার  

যশোরে একটি খাবারের হোটেল থেকে এক নারী শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে; যাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

যশোর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 April 2017, 08:29 AM
Updated : 23 April 2017, 11:29 AM

যশোর কোতয়ালি থানার এসআই মনজুরুল ইসলাম জানান, রোববার সকালে শহরের বাবুর খাবারের হোটেল ভবনের তিনতলার একটি কক্ষ থেকে ছায়া খাতুনের (১৯) লাশ উদ্ধার করা হয়।

শার্শা উপজেলার ত্রিমোহিনী গ্রামের ইমান আলীর মেয়ে ছায়া ওই হোটেলের কর্মী ছিলেন।

আটককৃতরা হলেন হোটেল মালিক মফিজুর রহমান বাবু, তার স্ত্রী নাসিমা খাতুন এবং হোটেলের আরেক নারী কর্মী আমেনা বেগম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই মনজুরুল বলেন, “সকালে হোটেলের লোকজনের কাছে খবর পেয়ে পুলিশ গিয়ে ছায়ার লাশ উদ্ধার করে। তার মরদেহ একটি কাঁথা দিয়ে ঢাকা ছিল।”

শনিবার রাতের কোন এক সময় ছায়াকে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয়েছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার। 

কোতয়ালি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, ছায়া হোটেল ভবনের তিনতলায় সহকর্মী আমেনার সঙ্গে থাকতেন। আর দ্বিতীয় তলায় মালিক বাবু তার স্ত্রী ও পরিবারের লোকজনের সঙ্গে থাকেন।

এ হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে বলে জানান ওসি।

লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।