গাজীপুরে আগুনে পুড়ল ঘর-দোকান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ২৫টি ঘর ও ১৫টি দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 April 2017, 05:20 AM
Updated : 17 April 2017, 05:37 AM

কালিয়াকৈর ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, রোববার রাত দেড়টার দিকে পূর্ব-চন্দ্রা এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পূর্ব-চন্দ্রার শুকুর আলীর দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। পরে তা দ্রুত আশপাশের অন্য দোকান ও বাড়িঘরে ছড়িয়ে পড়ে।

“খবর পেয়ে কালিয়াকৈর ও ডিইপিজেড থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট গিয়ে প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নেভান।”

হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে তিনি বলেন, আগুনে ১৫টি আধাপাকা দোকান, ২৫টি আধাপাকা বসতঘর মালামালসহ পুড়ে গেছে।

“এতে ১০-১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।”