প্রধানমন্ত্রীর বিকৃত ছবি ফেইসবুকে, আটক ১

ফেইসবুকে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকৃত ছবি পোস্ট করার অভিযোগে একজনকে আটক করেছে পুলিশ।  

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 April 2017, 05:18 PM
Updated : 13 April 2017, 05:18 PM

আটক মনিরুল ইসলাম কিশোরগঞ্জ সদর উপজেলার ঘাটাইল এলাকার বাসিন্ধা।

শ্রীমঙ্গল থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, গত ৮ এপ্রিল কবির হোসেন নামে এক ব্যক্তি তার ফেইসবকে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রীর ছবি ফটোশপে বিকৃতভাবে সংযুক্ত করে ফেইসবুকে পোস্ট করেন।

“পরবর্তীতে ৯ এপ্রিল শ্রীমঙ্গল সাঁতগাও রাবার বাগানের ফিল্ড সুপারভাইজার মনিরুল ইসলাম তার ফেইসবুক আইডিতে এটি শেয়ার করেন।”

এ বিষয়ে একই রাবার বাগানের অপর ফিল্ড সুপারভাইজার আর্জদ আলী শ্রীমঙ্গল থানায় লিখিত অভিযোগ করলে মনিরুলকে আটক করা হয়, বলেন ওসি।

ওসি বলেন, এ ব্যাপারে বৃহম্পতিবার বিকালে শ্রীমঙ্গল থানায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামালা নিয়ে তাকে মৌলভীবাজার জেল হাজতে পাঠানো হয়েছে। মামলার অপর আসামিকেও ধরার চেষ্টা চলছে।