বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ে বেতন আটকা

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় তিন সপ্তাহ ধরে চলছে উপাচার্য ছাড়াই।

গাজীপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 April 2017, 07:12 AM
Updated : 12 April 2017, 10:05 AM

উপাচার্য না থাকায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীরা চলতি মাসের বেতন তুলতে পারেননি বলে জানান জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. মাহফুজুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোন ডটকমকে তিনি বলেন, গত ২০ মার্চ উপাচার্য মাহবুবর রহমানের মেয়াদ শেষ হলেও নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়নি।

“প্রতি মাসের প্রথম দিনে বেতন দেওয়া হতো। বর্তমানে উপাচার্য না থাকায় এবং বেতন-বিলে বিকল্প কারও সই করার অনুমতি না থাকায় এখনও বেতন দেওয়া সম্ভব হয়নি।”

উপাচার্য নিয়োগ না হওয়ার কারণ সম্পর্কে সাবেক উপাচার্য আবদুল মান্নান আকন্দ বলছেন, “কর্তৃপক্ষ হয়ত রাষ্ট্রীয় অন্য কোনো বড়সড় কাজকর্ম নিয়ে ব্যস্ত রয়েছেন।”