পাথরঘাটায় বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

বরগুনার পাথরঘাটায় বাস ও নসিমনের সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও তিনজন।

বরগুনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 April 2017, 03:17 PM
Updated : 9 April 2017, 03:17 PM

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাথরঘাটা-ঢাকা মহাসড়কের কেরামতপুরে দুর্ঘটনা ঘটে বলে পাথরঘাটা থানার পরির্দশক (তদন্ত) নজরুল ইসলাম জানান।

নিহতরা হলেন, নসিমন চালক পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের বাইনচটকি গ্রামের সিরাজুল ইসরামের ছেলে মিজানুর রহমান (৩৫) ও বামনা উপজেলার চালিতাবুনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের শ্রমিক রাসেল (২৮)। তাদের লাশ থানায় রয়েছে।

পুলিশ বলছে, তাৎক্ষনিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদের মধ্যে দুজনকে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ও একজনকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পরির্দশক নজরুল বলেন, কেরামতপুরে একটি পেট্রোল পাম্পের সামনে বাস-নসিমনের সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন নিহত হন। ঘটনার পর নসিমন ও চালকসহ বাসটি আটক করা হয়েছে।