কুষ্টিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ একজনের মৃত্যু

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একজনের মৃত্যু হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 March 2017, 02:46 AM
Updated : 29 March 2017, 03:01 AM

জেলা গোয়েন্দা পুলিশের ওসি ছাবিবরুল ইসলাম জানান, বুধবার মধ্যরাতে উপজেলার কুষ্টিয়া-মেহেরপুর সড়কের মশান কালিগাড়া ব্রিজের কাছে গোলাগুলির এ ঘটনা ঘটে।

নিহত রফিকুল ইসলাম রাজবাড়ী জেলার মাছপাড়া গ্রামের আজিজ শেখের ছেলে।

ওসি ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়কে গাছ ফেলে ডাকাতির প্রস্তুতি চলছে এমন খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালায়।

“পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে প্রায় ৩০ মিনিট ধরে বন্দুকযুদ্ধ হয়। একপর্যায়ে ডাকাতদলের অনেকে পালিয়ে গেলেও রফিককে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ সময় তিন পুলিশ সদস্য আহত হলে তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান ওসি ইসলাম।

তিনি বলেন, নিহত রফিকের বিরুদ্ধে কুষ্টিয়া ও রাজবাড়ী থানায় ডাকাতি-ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে একটি এলজি, এক রাউন্ড গুলি ও দুটি হাঁসুয়া উদ্ধার করেছে বলেও তিনি জানান।