সেন্টমার্টিনে আটকে পড়া পর্যটকরা ফিরেছেন

সেন্টমার্টিন দ্বীপে বেড়াতে গিয়ে বৈরী আবহাওয়ার কারণে আটকা পড়া ‘বার শতাধিক’ পর্যটক প্রশাসনের সহায়তায় টেকনাফ ফিরেছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 March 2017, 01:46 PM
Updated : 12 March 2017, 03:11 PM

রোববার সন্ধ্যা ৬টার দিকে আটকা পড়া এসব পর্যটক স্থলবন্দরের নাফ নদীর জেটি ঘাট দিয়ে টেকনাফে ফিরেন বলে জানান টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আলম।

বৃহস্পতিবার বিকাল থেকে বঙ্গোপসাগরের আবহাওয়া বৈরী হয়ে ওঠে। এরপর থেকে জাহাজ চলাচল বন্ধ থাকায় রোববার সেন্টমার্টিনে বেড়াতে যাওয়া ‘বার শতাধিক’ পর্যটক আটকা পড়েন।

ইউএনও শফিউল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত বৃহস্পতিবার থেকে সেন্টমার্টিন দ্বীপে আটকা পড়েছিল অন্তত ‘বার শতাধিক’ পর্যটক।

“তাদের ফিরিয়ে আনতে রোববার দুপুরে সেন্টমার্টিন পৌঁছে জাহাজ এমভি বাঙ্গালি। বিকালে জাহাজটি ১২ শতাধিক পর্যটক নিয়ে নিরাপদে টেকনাফ স্থলবন্দরের জেটি ঘাটে ফিরে।”

আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার অফিসের সহকারী আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন,  রোববার দুপুর থেকে আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। বিকাল সাড়ে ৪ টার দিকে কক্সবাজারসহ বিভিন্ন সমুদ্র বন্দরের ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রত্যাহার করা হয়েছে।