কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন, মালামাল ভস্মীভূত

রাজবাড়ীতে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পণ্যবাহী একটি কভার্ডভ্যানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজবাড়ী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 March 2017, 12:04 PM
Updated : 10 March 2017, 02:51 PM

শুক্রবার রাজবাড়ীর পাবলিক হেলথ মোড়ে গাড়িতে লাগা আগুনে কেউ হতাহত হয়নি বলে জেলা ফায়ার সার্ভিসের পরিদর্শক মাজহারুল ইসলাম জানান।

“কভার্ডভ্যানে রাখা মোবাইল ফোনের টাওয়ারের ব্যাটারি থেকে সূত্রপাত হওয়া আগুন প্রায় দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে। গাড়ি সামান্য পুড়লেও ভেতরে থাকা সব মালামাল পুড়ে গেছে।”

কভার্ডভ্যানের চালক আক্তারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঢাকার বিভিন্ন শাখা অফিসে বুকিংকৃত মালামাল নিয়ে ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা থেকে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের নিজস্ব গাড়িতে কুষ্টিয়ার উদ্দেশে রওনা হই। সকাল সাড়ে ৯টার দিকে রাজবাড়ীর পাবলিক হেলথ মোড়ে এলে পোড়া গন্ধ পাই।এ সময় গাড়িটি থামিয়ে আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দিই।”

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের রাজবাড়ীর এজেন্ট প্রবীর কুমার সরকার জানান, কভার্ডভ্যানটিতে ওষুধ, মোবাইল ফোন, মোবাইল ফোন কোম্পানির টাওয়ারের ব্যাটারি ও টেলিভিশনসহ বিভিন্ন পণ্য ছিল।

আগুনে ৫০ থেকে ৬০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন তিনি।