বাগেরহাটে গৃহবধূকে হত্যার অভিযোগ দেবরের বিরুদ্ধে

বাগেরহাটের মোরেলগঞ্জে মাটি কাটা নিয়ে বিবাদের জেরে এক গৃহবধূকে তার দেবর লাঠি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছেন বলে অভিযেগ উঠেছে।  

বাগেরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 March 2017, 10:44 AM
Updated : 8 March 2017, 10:44 AM

মোরেলগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) তারক বিশ্বাস জানান, বুধবার বেলা ১২টার দিকে বহরবুনিয়া ইউনিয়নের শনিরজোড় গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ছায়েরা ওরফে কমলা ওরফে কুশি বেগম (৪২) ওই এলাকার খলিল তালুকদারের স্ত্রী।

পরিবারের বরাত দিয়ে পরিদর্শক তারক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে খলিল ও ছায়েরা বাড়ির পাশের মাছের ঘেরে মাটি কাটতে যান। এ সময় খলিলের ছোট ভাই রফিকুল ইসলাম মন্টু ওই ঘেরে তার জমি রয়েছে দাবি করে মাটি কাটতে বাঁধা দেন।

“এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে রফিকুল লাঠি দিয়ে ছায়েরার মাথায় আঘাত করে পালিয়ে যান।”

“পরে খলিল রক্তাক্ত অবস্থায় ছায়েরাকে উদ্ধার করে মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

অতিরিক্ত রক্তক্ষরণে ছায়েরার তার মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে তারক জানান।

তিনি বলেন, ঘটনার পর থেকে রফিকুল পলাতক রয়েছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ধর্ষণের একাধিক মামলা রয়েছে।

লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।