পাবনায় স্ত্রীকে ‘শ্বাসরোধে’ হত্যার অভিযোগ

পাবনার আটঘরিয়ায় ‘যৌতুক না পেয়ে’ এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামীর বিরুদ্ধে।

পাবনা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2017, 08:05 AM
Updated : 19 Feb 2017, 08:05 AM

রোববার সকালে একদন্ত পশ্চিমপাড়া গ্রামে আঁখি খাতুন (২৫) নিহত হন বলে আটঘরিয়া থানার ওসি ফারুক হোসেন জানান।

আঁখি ওই এলাকার জায়দুলের স্ত্রী এবং বেড়া উপজেলার আমিনপুর থানার আব্দুল হালিম শেখের মেয়ে।

আঁখির ভাই আব্দুল মালেক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনমাস আগে জায়দুলের সঙ্গে তার বোনের বিয়ে হয়। এরপর থেকেই জায়দুল একটি মোটরসাইকেল ও ৫০ হাজার টাকা যৌতুক দাবি করে আঁখিকে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল।

সকালে এ বিষয় নিয়ে তাদের মধ্যে আবার কথা কাটাকাটি শুরু হলে জায়েদুল বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে আঁখিকে হত্যা করে বলে দাবি মালেকের।

ওসি ফারুক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আঁখির লাশ উদ্ধার করে। তবে ঘটনার পর জায়েদুল ও তার পরিবারের লোকজন পালিয়ে গেছে।

“আঁখির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।”

লাশ ময়নাতদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আঁখির মা রুনি খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন বলে জানান তিনি।