সৈয়দপুরে গৃহবধূকে হত্যা, স্বামী আটক

নীলফামারীর সৈয়দপুরে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 01:33 PM
Updated : 14 Feb 2017, 01:33 PM

নিহত আশা সিংহানিয়া (৩০) বগুড়ার দুপাচাঁচিয়া উপজেলার তালোড়া পৌর শহরের মৃত গোপাল প্রসাদ আগরওয়ালার মেয়ে।

মঙ্গলবার বেলা ২টার দিকে সৈয়দপুর পৌর শহরের তলশীরাম সড়ক সংলগ্ন শ্বশুর বাড়ির শোওয়ার ঘর থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয় বলে সৈয়দপুর থানার ওসি আমিরুল ইসলাম জানান।

এ ঘটনায় আশার স্বামী রাকেশ সিংহানিয়া বাবলীকে (৪০) আটক করা হয়েছে।

ওসি আমিরুল বলেন, প্রাথমিক সুরহতাল প্রতিবেদনে আশার নাভির ওপর জখমের চিহ্ন রয়েছে। মুখ দিয়ে রক্ত ঝরছিল। গলায়ও হালকা আঘাতে চিহ্ন পাওয়া গেছে।

“প্রাথমিক জিজ্ঞাসাবাধে আটক রাকেশ সিংহানিয়া স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার কথা স্বীকার করেছে।”

এ ঘটনায় আশার ভাই দিলীপ প্রসাদ আগরওয়ালা বাদী হয়ে সৈয়দপুর থানায় একটি হত্যা মামলা করেছেন।

দিলীপ বলেন, “মঙ্গলবার সকালের দিকে আশার ১১ বছর বয়সী মেয়ে ভূমিকা মোবাইল ফোনে মায়ের মৃত্যুর সংবাদ জানায়। খবর পেয়ে গিয়ে আশার মুখে রক্ত, গলায় আঘাত দেখে প্রতিবেশীদের সহযোগিতায় পুলিশে খবর দেই।”