মহেশখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

কক্সবাজারের মহেশখালীতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে একাধিক মামলার এক আসামি নিহত হয়েছেন।

কক্সবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Feb 2017, 07:17 AM
Updated : 14 Feb 2017, 11:04 AM

এ সময় পুলিশের চার সদস্য আহত হন বলে জানিয়েছে পুলিশ।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কেরুনতলী সংলগ্ন পাহাড়ি এলাকায় মঙ্গলবার সকালে এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত আব্দুস সাত্তার (৩৫) ওরফে সাব্বির ওই ইউনিয়নের পূর্ব মাঝেরপাড়ার মো. নুরুচ্ছফার ছেলে।

আহত পুলিশ সদস্যদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

ওসি প্রদীপ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকালে পুলিশের একটি দল টহল দিতে ঘটনাস্থলে গেলে একদল ‘সন্ত্রাসী’ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে।আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।

“এক পর্যায়ে সন্ত্রাসীরা আশাপাশের পাহাড়ের দিকে পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় আব্দুস সাত্তারকে আটক করা হয়।পরে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

ওসি জানান, আব্দুস সাত্তারের বিরুদ্ধে হত্যা, অপহরণ ও অবৈধ অস্ত্র ব্যবসার অভিযোগে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে।

পুলিশ ঘটনাস্থল দেশীয় ছয়টি বন্দুক ও ১৫ রাউন্ড গুলি উদ্ধার করেছে বলে জানান তিনি।

লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে ভোরে মহেশখালীর মাতারবাড়ি এলাকায় পুলিশের সঙ্গে 'গোলাগুলির' পর বিভিন্ন মামলার তিন আসামিকে অস্ত্রসহ আটক করা হয়েছে বলে ওসি প্রদীপ জানান।

আটকরা হলেন মাতারবাড়ী এলাকার নাজেম উদ্দিন, মো. নাছির ও ওয়ায়েজ উদ্দিন।

তাদের বিরুদ্ধে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে ওসি প্রদীপ বলেন, মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এলাকার পাশে একটি লবণের মাঠ দখলের জন্য সন্ত্রাসীরা অস্ত্র মজুদ করছে এমন গোপন সংবাদে পেয়ে সেখানে পুলিশ অভিযান চালায়।

“এ সময় সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়লে আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়।”

এক পর্যায়ে আটটি বন্দুক ও ৪০ রাউন্ড গুলি, মেরামতের একটি বিশেষ যন্ত্র ও দুইটি কিরিচসহ তিনজনকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।