দুই মাস পর আশুগঞ্জ সার কারখানায় উৎপাদন শুরু

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় দুই মাস বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানায় উৎপাদন শুরু হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Feb 2017, 10:42 AM
Updated : 8 Feb 2017, 10:42 AM

বুধবার সকালে কারখানার ত্রুটি মেরামত করার পর ইউরিয়া সার উৎপাদন শুরু হয় বলে কারখানার মহা-ব্যবস্থাপক (প্রশাসন) আব্দুল্লাহ আল বাকি জানিয়েছেন।

গত ১৭ ডিসেম্বর শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে অ্যামোনিয়া প্লান্টে ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে যায়।

মহা-ব্যবস্থাপক বাকি জানান, ত্রুটি মেরামত করতে কারখানার নিজস্ব প্রকৌশলীরা কাজ শুরু করেন। ত্রুটি মেরামত ও বিভিন্ন যন্ত্রাংশ পরিবর্তন করতে ৫৪ দিন বন্ধ থাকে উৎপাদন।  

এ দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকায় প্রতিদিন প্রায় এক কোটি ৬৮ লাখ টাকা মূল্যের (১২শ মেট্রিক টন) ইউরিয়া সার উৎপাদন ব্যাহত হয় বলে জানান বাকি।

তবে উৎপাদন বন্ধ থাকলেও কারখানায় পর্যাপ্ত পরিমাণে সার মজুদ থাকায় কমান্ড এরিয়াভুক্ত সাত জেলায় সার সংকটের কোনো আশঙ্কা নেই বলেও জানান তিনি।