চাচা ও ভাতিজার দ্বন্দ্বে চাঁদপুরে ওরশে ১৪৪ ধারা

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পারিবারিক দ্বন্দ্বে একটি ওরশ শরীফে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

চাঁদপুর প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 7 Feb 2017, 03:16 PM
Updated : 7 Feb 2017, 03:16 PM

মতলব উত্তর থানার ওসি মো. আলমগীর হোসেন মজুমদার জানান, উপজেলার ফরাজীকান্দিতে হযরত বোরহান উদ্দিন উয়েসী (রহ.) এর তিদিন ব্যাপী ওরশে গোলযোগের আশঙ্কায় এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

আগামী ৮ ফেব্রুয়ারি সকাল ৬টা থেকে ১০ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত ওই এলাকায় জন সমাগমের উপর নিষেধাজ্ঞা দিয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি।

মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মফিজুল ইসলাম বলেন, শায়খ হযরত বোরহান উদ্দিন উয়েসী (রহ.) এর ৫৩তম ওরশ উপলক্ষে আয়োজিত মাহফিলে নেতৃত্বে নিয়ে তার ছেলে শায়খ মোস্তাক আহমেদ ও নাতি শায়খ মাসউদ আহমেদের মধ্যে বিরোধ চলছে।

“এর আগেও মাহফিলকে কেন্দ্র করে চাচা-ভাতিজার পক্ষের মধ্যে বিরোধ ও সংঘর্ষ হয়। এবারও মাহফিলে নেতৃত্ব নিয়ে বিরোধ দেখা দিলে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের সহযোগিতায়ও সমঝোতা করা সম্ভব হয়নি।”

ফলে আয়োজিত মাহফিলে দাঙ্গা-হাঙ্গামা ও খুনের আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানান তিনি।