পিরোজপুরে শিক্ষা সফরের বাস চুরমার, আহত ২০

পিরোজপুরের কাউখালীতে শিক্ষা সফরের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লাগায় অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে।

মো. হাসিবুল ইসলাম হাসান, পিরোজপুর থেকেবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Jan 2017, 06:35 AM
Updated : 10 Jan 2017, 06:36 AM

জেলার সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) আহম্মদ মাঈনুল হাসান জানান, কাউখালী-নৈকাঠি সড়কের বিড়ালজুড়ীতে মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা মাঈনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অলংকারকাঠী মাধ্যমিক বিদ্যালয়ের ১১৬ জন ছাত্র-শিক্ষক দুটি বাসে করে বাগেরহাটে শিক্ষা সফরে যাচ্ছিলেন।

“একটি বাস বিড়ালজুরী পৌঁছে নিয়ন্ত্রণ হারালে রাস্তার পাশে রেইন্ট্রি গাছে ধাকা খেয়ে দুমড়ে-মুচড়ে যায়। এ সময় বাসের ৫২ যাত্রীর মধ্যে অন্তত ২০ জন আহত হয়।”

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে নয়জনকে আশংকাজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা মাঈনুল।