বিজিবি মহাপরিচালকের তিনবিঘা করিডোর পরিদর্শন

ভারত সহযোগিতা পেলে সীমান্তে হত্যাকাণ্ড শুন্যের কোটায় নেমে আসবে বলে মন্তব্য করেছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন।

লালমনিরহাট প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Jan 2017, 02:14 PM
Updated : 9 Jan 2017, 02:14 PM

সোমবার লালমনিরহাটে ‘তিনবিঘা করিডোর’ পরিদর্শনের শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বিজিবি মহাপরিচালক বলেন, নিয়মিত সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষন করা হচ্ছে। এটা অব্যাহত থাকবে।

“সীমান্তের অবস্থা আগের চেয়ে অনেক ভালো। ভারত সহযোগিতা পেলে সীমান্তে হত্যাকাণ্ড শুন্যের কোটায় নেমে আসবে।”

সীমান্তে দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যদের আরও সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

তিনবিঘা করিডোরে বিএসএফের উত্তরবঙ্গ (কোচবিহার) ডিআইজি বিএস পাতিল তাকে স্বাগত জানান।

এ সময় বিজিবি রংপুর রিজিওনাল পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শাহরিয়ার আহম্মেদ, রংপুর সেক্টর পরিচালক কর্নেল মোয়াজ্জেম হোসেন, পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর কুতুবুল আলম, পাটগ্রাম কোম্পানি কমান্ডার সুজা উদ্দিন সুজা উপস্থিত ছিলেন।