দিরাই উপজেলা চেয়ারম্যান বিএনপি থেকে আ. লীগে

নির্বাচনের আগে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যাওয়া সুনামগঞ্জের দিরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার ফের দলে ফিরেছেন।  

কিশোরগঞ্জ প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Dec 2016, 03:51 PM
Updated : 26 Dec 2016, 03:51 PM

সোমবার বিকালে স্থানীয় আওয়ামী লীগ কার্যালয়ে দলের উপজেলা সভাপতি আছাব উদ্দিন সরদার ও সাধারণ সম্পাদক প্রদীপ রায়ের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন এই বিএনপি নেতা।

গত উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিএনপিতে যোগ দিয়েছিলেন হাফিজুর রহমান। বিএনপির সমরথনে চেয়ারম্যান নির্বাচিত হন। পরে তাকে দিরাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতিও করা হয়।

সোমবার আওয়ামী লীগে যোগদানের আগে তিনি বিএনপি থেকে পদত্যাগ করেন বলে জানান হাফিজুর নিজে।

হাফিজুর রহমান বলেন, "বিএনপিতে কোনো গণতন্ত্র নেই, রাজনৈতিক শৃঙ্খলা নেই। তাছাড়া সাধারণ মানুষের সেবার জন্য নির্বাচন করে বিজয়ী হয়েছি।

“এখন তাদের জন্য কিছু করা জরুরি। এটা করতে হলে ক্ষমতাসীন দল ছাড়া সম্ভব নয়। তাছাড়া আমার রক্তের সঙ্গে এ দলটির সম্পর্ক। এসব কারণেই আবার আমার নিজের দলে আমি ফিরেছি।”

দিরাই উপজেলা বিএনপি সভাপতি কামরুজ্জামান বলেন, “হাফিজুর রহমান তালুকদারের এ ধরনের ডিগবাজিতে বিএনপির কোনো ক্ষতি হবে না। তিনি রাজনীতিতে সুবিধা নিতেই দল ত্যাগ করেছেন।”