নীলফামারীতে পুলিশ হত্যা: ৫ জামায়াতকর্মী গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় তিন বছর আগে আইনশৃংখলা বাহিনীর এক সদস্যকে হত্যার ঘটনায় করা মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নীলফামারী প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Dec 2016, 11:58 AM
Updated : 22 Dec 2016, 11:59 AM

জলঢাকা থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, বুধবার গভীররাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন উপজেলার উত্তর দেশীবাই গ্রামের হামিদুর রহমান (৫৫), দক্ষিণ দেশীবাই গ্রামের হামিদুল ইসলাম (৫০), আব্দুল হামিদ (৪০), গাবরোল গ্রামের আব্দুল আজিজ (৩৮) ও পশ্চিম শিমুলবাড়ি গ্রামের জয়নাল আবেদীন (৫৫)।

তারা সবাই জামায়াতকর্মী বলে জানিয়েছে পুলিশ।

ওসি মোস্তাফিজার বলেন, ২০১৩ সালে জলঢাকার জামায়াত-শিবিরকর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এতে আজিজুল ইসলাম নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় করা মামলায় জামায়াতের পাঁচ কর্মীকে গ্রেপ্তার করা হয়।

আদালতের মাধ্যমে বিকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।