বিজয় দিবসে লাউয়াছড়ায় ১৪টি বন্যপ্রাণী অবমুক্ত

বিজয় দিবসে মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যানের বিভিন্ন জাতের ১৪টি বন্যপ্রাণী অবমুক্ত করা হয়েছে।

মৌলভীবাজার প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Dec 2016, 12:48 PM
Updated : 16 Dec 2016, 12:48 PM

শুক্রবার বিকাল সাড়ে ৩ টার দিকে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের উদ্যোগে বিজিবি শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল জাকির হোসেন উদ্যানের জানকি ছড়া এলাকায় প্রাণীগুলো অবমুক্ত করেন।

অবমুক্ত প্রাণীগুলো হল একটি মেছো বাঘ, তিনটি বাদামী বানর, দুটি সোনালী বিড়াল, সাতটি পরিজায়ী পাখি, ও একটি গোখরো সাপ।

ফাউন্ডেশনটির চেয়ারম্যান সিতেশ রঞ্জন দেব জানান, “বন্যপ্রাণীগুলো বিভিন্ন সময় স্থানীয়দের হাতে হাতে ধরা পড়ে এবং আহত হয়। আমরা সেগুলো উদ্ধারের পর প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে সুস্থ করি। বিজয়ের এই দিনে প্রাণীগুলোকে বনে অবমুক্ত করি।”

এ সময় ৪৬ বিজিবি ব্যাটালিয়নের সহকারী অধিনায়ক মেজর আব্দুলাহ আল মাহমুদ, মেজর মাহাতাবুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুই ইসলাম, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানসহ বন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।