সাতক্ষীরায় ‘৯ দিন ধরে’ গ্যাস উঠছে

সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুরে ‘নয় দিন ধরে’ মাটির নিচে থেকে গ্যাস ওঠার খবর পাওয়া গেছে।

সাতক্ষীরা প্রতিনিধিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2016, 08:40 AM
Updated : 15 Dec 2016, 10:21 AM

দরগাহপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ মিরাজ আলী বলেন, ৬ ডিসেম্বর থেকে অবিরাম গ্যাস বের হচ্ছে। বৃহস্পতিবার সকালেও গ্যাস বের হতে দেখা গেছে।

চেয়ারম্যান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সড়ক নির্মাণ ঠিকাদার মেসার্স ওয়াই এ খানের শ্রমিকরা ৬ ডিসেম্বর রাস্তায় বালির লেয়ার নির্ণয়ের জন্য খাসবাগান এলাকায় ড্রিল করছিলেন।

“প্রায় ৭০ ফুট পাইপ বসানোর পর শো শো করে গ্যাস বের হতে শুরু করে। শ্রমিকরা আতঙ্কিত হয়ে পাইপ তুলে নেয়। তারা যাওয়ার সময় আগুন জ্বালিয়ে দেয়।”

 প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক জনতা আসছে গ্যাস দেখতে আসছে বলে জানিয়েছেন চেয়ারম্যান মিরাজ আলী।